Wednesday, 16 February 2022

আগামী ২৬ ফেব্রুয়ারী, ২০২২ ❝একদিনে এক কোটি ❞ কোভিড ভ্যাক্সিন ক্যাম্পেইন ।

 



একটি বিশেষ ঘোষণা - 


আগামী ২৬ ফেব্রুয়ারি ,২০২২ এ ২৬  সমপন্ন হবে  টিকার ১ম ডোজ প্রদান কর্মসূচি।


যথারীতি চলবে ২য় ও ৩য় ডোজ এর কার্যক্রম। 

সুতরাং সবাইক  অনুরোধ করা হচ্ছে, যারা এখনও টিকার প্রথম ডোজ গ্রহণ করেন নি, তারা অবশ্যই আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে আপনার টিকা বুঝে নিন। 


গবেষণায় দেখা গেছে, করোনায় টিকা নেওয়া থাকলে সংক্রমিত হওয়ার পরও মৃত্যু কিংবা হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি প্রায় ৯০ শতাংশেরও কম। এছাড়া অসংক্রামক রোগে আক্রান্ত টিকা না নেওয়া করোনাভাইরাস রোগীদের হাসপাতালে ভর্তির হার প্রায় ৩২% এবং পূর্ণ ডোজ টিকা নেওয়া রোগীদের ভর্তির হার প্রায় ১০%। 


সুতরাং নিজে টিকা নিন, অন্যকেও টিকা নিতে উদ্বুদ্ধ করুন। টিকা নিলেও মাস্ক ব্যবহার করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।









Facebook Pages Follow On- https://www.facebook.com/Cyber71Alokbali/


© ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | সাইবার ৭১ - We Work To Protect Alokbali




No comments:

Post a Comment

"তুমি কে আমি কে? রাজাকার, রাজাকার!"

 সকল প্রকার বৈষম্য দূর করার জন্যই এদেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে দেশটা স্বাধীন করেছে। স্বাধীন বাংলাদেশে কোন বৈষম্যের ঠাই নাই, দেশটা কারো ...